সুইডেনে শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে ইউরোপ আওয়ামী লীগ


প্রকাশিত: ০৩:১৫ এএম, ১২ জুন ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইদিনের রাষ্ট্রীয় সফরে সুইডেন যাচ্ছেন ১৪ জুন (বৃহস্পতিবার)। প্রধানমন্ত্রীর এ সফর উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছে ইউরোপ আওয়ামী লীগ।

গণসংবর্ধনা কমিটির আহ্বায়ক ও সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি খেতু মিয়া ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান লাল্টু জানান, সুইডেন আওয়ামী লীগ সভাপতি মঞ্জুরুল হাসান ও সাধারণ সম্পাদক লাভলু মনোয়ার এ গণসংবর্ধনা অনুষ্ঠানে সমন্বয়ের কাজ করছেন। প্রধানমন্রী শেখ হাসিনার গণসংবর্ধনা অনুষ্ঠানের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

গণসংবর্ধনা অনুষ্ঠানে ইউরোপ আওয়ামী লীগের সভাপতি শ্রী অনিল দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক এমএ গনি, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হক, নজরুল ইসলামসহ জার্মান আওয়ামী লীগ সভাপতি এ কে এম বশিরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ, ইতালি আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফারাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, জাহাঙ্গীর ফারাজী, কিটন সিকদার, ফ্রান্স আওয়ামী লীগেরর সাবেক সভাপতি নাজিম উদ্দিন, বেনজির আহমেদ সেলিম, বেলজিয়াম আওয়ামী লীগ সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, হল্যান্ড আওয়ামী লীগ সভাপতি শাহাদাত হোসেন তপন, সাধারণ সম্পাদক মুরাদ খান, পর্তুগালের সাবেক সভাপতি রফিক উল্লাহ, সর্বোপরি জহিরুল আলম জসিম, সাধারণ সম্পাদক শওকত ওসমান, ফিনল্যান্ড আওয়ামী লীগ সভাপতি আলী রমজান, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম।

নরওয়ে আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন মজুমদার, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ডেনমার্ক আওয়ামী লীগ সভাপতি ইকবাল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, গ্রীস আওয়ামী লীগ সভাপতি রাকিব মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামাদ মাদবর, মোশারফ হোসেন লিয়াকত, সুইজারল্যান্ড আওয়ামী লীগ সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শ্যামল খান, খলিলুর রহমান, মহসিন উদ্দিন আমজাদ চৌধুরী, স্পেন আওয়ামী লীগ সভাপতি শাকিল খান পান্না, সাধারণ সম্পাদক জহিরুল নয়ন, দুলাল সাফা, রিজভী আলম, জাকির হোসেন, আয়ারল্যান্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কিবরিয়া হায়দার, সাধারণ সম্পাদক বেলাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন দেশের যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইদিনের এ রাষ্ট্রীয় সফরে সুইডেন প্রধানমন্ত্রী স্তেফান লোফভেনের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া সুইডেনের রাজার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

আরএস/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]