আমিরাতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী ও ইফতার মাহফিল


প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১১ জুন ২০১৭

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বৃহত্তর চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাতের উদ্দ্যোগে গত শুক্রবার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আবুধাবির শিল্প নগরী মোসাফ্ফাহ গ্রিণ দরবার রেস্টুরেন্ট হলরুমে বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব শরাফত আলীর সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন আমিরাত বাংলাদেশ সমিতি সাবেক সভাপতি লেখক প্রকৌশলী আলহাজ্ব রফিক সিকদার।

আমিরাত জিয়াউর রহমান ফাউন্ডেশনের সভাপতি জসিম উদ্দিনের পরিচালনায় সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন আমিরাত বিএনপি`র সহ সভাপতি ও জাতীয়তাবাদী ফোরামের নেতা জাকির হোসেন খতিব।

এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সিনিয়র সহ সভাপতি ও ফোরামের নেতা দিদারুল আলম, প্রকৌশলী রফিক আহম্মেদ, আমিরাত বিএনপি নেতা ফোরামের নেতা এম এনাম হোসেন, শারজাহ বিএনপি`র সাবেক সভাপতি সৈয়দ নাছির উদ্দীন, বিএনপি নেতা মহরম আলী, শারজাহ সমিতির সাবেক সাধারণ সম্পাদক হাজী ওসমান গনি, শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি সরোয়ার আলম ভূট্টো, বিএনপি নেতা নুরনবী চৌধুরী নুরু, আবুধাবি বিএনপি নেতা নাইমুল ইসলাম, ফোরামের নেতা এস এম মোদাচ্ছের শাহ, অ্যাডভোকেট শেখ শহীদুল হক, মোসাফ্ফাহ বিএনপি নেতা মুসা আল মাহমুদ, রফিকুল ইসলাম, আল আইন বিএনপি নেতা ওসমান আলী।

আবুধাবি বিএনপি নেতা মোহাম্মদ জাবেদ, ফোরামের নেতা শাখাওয়াত হোসেন বকুল, আল আইন বিএনপি নেতা এস এম মনসুর, দুবাই বিএনপি নেতা দিদারুল হক কাদেরী, আল আইন বিএনপি নেতা হাসান চৌধুরী, আবুধাবি বিএনপি নেতা আব্দুল মজিদ, রাস আল খাইমাহ ফোরামের নেতা আবুল কালাম আজাদ, আব্দুল জাহের, চট্টগ্রাম উত্তর জেলা সাবেক ছাত্রনেতা আব্দুল মান্নান মনি, আজমান ফোরাম নেতা তছলিম উদ্দিন চৌধুরী, নাছির উদ্দিন চৌধুরী, এবিএম জাহাঙ্গীর, ফোরাম নেতা মুজিবুল হক মনজু, শারজাহ ফোরাম নেতা মইনুল ইসলাম, আল আইন বিএনপি নেতা শফিউল আলম উপস্থিত ছিলেন।

এতে আরও উপস্থিত ছিলেন জিয়া পরিষদ নেতা জাকারিয়া রাসেদ, দুবাই ফোরাম নেতা এনামুল হক, এম ইমরান খান, আল আইন বিএনপি নেতা প্রকৌশলী রাশেদ, রুবেল, শাহীন, জাহেদ, জসিম তালুকদার, জাহাঙ্গীর আলম, আবুধাবি ও মোসাফ্ফাহ ফোরাম নেতা মনসুর আলম, নুরুল হুদা, জাহাঙ্গীর আলম, জাফর আলম, সাইফ উদ্দীন তারেক, সেলিম সিকদার, জসিম উদ্দিন, আনোয়ার, আবচার, জাকির হোসেন, নাজিম উদ্দিন, মোহাম্মদ নিশাদ, দুবাই ফোরাম নেতা নাজিম উদ্দিন, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ সায়েম, মাহাবুব, মোহাম্মদ আলী, শফিউল আজম, মোহাম্মদ বখতেয়ার প্রমুখ।

ইফতার মাহফিলে জাতীয়তাবাদী ফোরামের অগ্রযাত্রা ও দেশবিরোধী সব ষড়যন্ত্রের বিরুদ্ধে বেগম খালেদা জিয়ার চলমান আন্দোলনের সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আজিজ উল্লাহ।

জেএইচ/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]