প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে অস্ট্রিয়া যাচ্ছে ডেনমার্ক আ.লীগ


প্রকাশিত: ০৩:২৭ এএম, ২৬ মে ২০১৭
ফাইল ছবি

দুইদিনের সরকারি সফরে আগামী ২৯ মে অস্ট্রিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে দেশটির প্রেসিডেন্ট ও চ্যান্সেলরের সঙ্গে বৈঠক করবেন তিনি। প্রধানমন্ত্রী এ সফরকে কেন্দ্র করে তাকে অভ্যর্থনা জানাতে অস্ট্রিয়া যাচ্ছে ডেনমার্ক আওয়ামী লীগ।

জানা গেছে, ডেনমার্ক আওয়ামী লীগ সভাপতি ইকবাল হোসেন মিঠু ও সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল অস্ট্রিয়া যাচ্ছেন। ২৯ মে সন্ধ্যা ৭ টায় অস্ট্রিয়া গ্রান্ড হোটেল বলরুমে প্রবাসীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবর্ধনা দেয়া হবে।

উল্লেখ্য, সফরকালে আইএইএ’র মহাপরিচালক ইউকিয়া আমানোর সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের বিষয় নিয়েও আলোচনা করা হবে।

আরএস/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]