আমিরাতে আজ প্রবাসী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা


প্রকাশিত: ১০:৫৯ পিএম, ২৪ মে ২০১৭

সংযুক্ত আরব আমিরাত প্রজন্ম বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির উদ্যোগে প্রবাসী মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা দেয়া হবে আজ। রাত ৮টায় আবুধাবি ফুডল্যান্ড হোটলের হলরুমে এ সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান, আবুধাবি কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুল। সভায় সভাপতিত্ব করবেন প্রজন্ম বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলাম।

এছাড়া আবুধাবি শেখ যায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিব উল্লাহ খোন্দকার, দুবাই চিড়িয়াখানার পরিবেশ বিজ্ঞান ও পরিচালক ড. রেজা খান, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, প্রবাসী চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল মোতালেব, দুবাই বিজনেস কাউন্সিল সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আইয়ুব আলী বাবুল, শেখ যায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রায়হান জামিল, আবুধাবি বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মীর আনিসুল হাসান প্রমুখ উপস্থিত থাকবেন।

আমিরাতে অবস্থিত সব ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সমাজকর্মী, সংগঠক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, ছড়াকার, গল্পকার, পাঠক, সাহিত্যপ্রেমী, শিল্পী এবং অন্যান্য সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে উপস্থিত থাকার জন্য প্রজন্ম বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]