মালয়েশিয়ায় প্রাণ গোল্ডেন পার্টনার নাইট অনুষ্ঠিত


প্রকাশিত: ০৯:২৩ এএম, ১৬ মে ২০১৭

খুচরা বিক্রেতাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরির লক্ষ্যে প্রাণ গোল্ডেন পার্টনার নাইট অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের অাতিন রেস্টুরেন্টে এই পার্টনার নাইট অনুষ্ঠিত হয়।

কুয়ালালামপুরের প্রায় ৪০ জন খুচরা বিক্রেতা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মালয়েশিয়ায় প্রাণের হেড অব মার্কেটিং আহসান গনি এবং হেড অব অ্যাকাউন্টস সেলিম ভূঁইয়া।

pran

অনুষ্ঠানে নতুন পণ্যের মোড়ক উন্মোচন এবং নতুন পণ্য সম্পর্কে খুচরা বিক্রেতাদের প্রতিক্রিয়া নেয়া হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী প্রত্যেক খুচরা বিক্রেতাকে ক্রেস্ট প্রদান করা হয়।

এআরএস/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]