মালয়েশিয়ায় জলপ্রপাতে বাংলাদেশির মৃত্যু


প্রকাশিত: ০৯:০০ এএম, ১৪ মে ২০১৭

মালয়েশিয়ার পাহাং রাজ্যের চামাংয়ে জলপ্রপাতের পানিতে তলিয়ে মো. মনির হোসাইন জালাল (৪০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। চামাংয়ের পিকনিক স্পটে বেড়াতে গিয়েছিলেন তিনি। শুক্রবার এ ঘটনা ঘটে।

মনির ও তার বন্ধুরা জলপ্রপাতের পানিতে গোসল করতে নামলে হঠাৎ করে সেখানে পানি বেড়ে যায়। এরপর তড়িঘড়ি করে তারা উপরে উঠে আসার চেষ্টা করলেও মনির পানিতে তলিয়ে যান।

পাহাংয়ের সিভিল ডিফেন্স ফোর্সের পরিচালক জয়নাল ইউসুফ বলেন, শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে জরুরি ফোন পেয়ে ১১ জন অফিসারকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই।

পরে বিকেল ৫টার দিকে মনিরের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

এনএফ/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]