খামিস মুশাইতে প্রবাসীদের সেবা দেবে জেদ্দা কনস্যুলেট


প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ০৯ মে ২০১৭

আগামী শুক্রবার ও শনিবার (১২ ও ১৩ মে) সৌদি আরবের খামিস মুশাইতস্থ আব্দুস সালাম হাসপাতালের সন্নিকটে হোটেল গোল্ডেন ফার্নিস অ্যাপার্টমেন্টে প্রবাসীদের বিভিন্ন সেবা প্রদান করবে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট।

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানা যায়।

শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা এবং শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাসপোর্ট এবং আউট পাস সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করবেন তারা।

খামিস মুশাইতসহ পার্শ্ববতী এলাকার বাংলাদেশি প্রবাসীদের পাসপোর্ট এবং আউটপাস সংক্রান্ত সব সেবা এবং অন্যান্য প্রয়োজনীয় সেবা গ্রহণ করার জন্য জেদ্দা কনসাল জেনারেলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

এদিকে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বোরহান উদ্দীন আগামী শুক্রবার সারাদিন অবস্থান করবে বলে জানান, জেদ্দা কনস্যুলেটের প্রথম সচিব কামরুজ্জমান। তিনি আরো জানান, এদিন দিবাগত রাত ৯ টায় স্থানীয় বাংলাদেশী কমিউনিটি তথা বাংলাদেশী প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]