আমিরাতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত


প্রকাশিত: ০৯:০৮ পিএম, ০৬ মে ২০১৭

সংযুক্ত আরব আমিরাতে সৈয়দ আহাদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তৃতীয় পবিত্র কোরআন তেলাওয়াত  প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৫ মে) আমিরাতের গ্রিন সিটি আল আইনে  সুপার রেস্টুরেন্টের হলরুমে এ প্রতিযোগিতার বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।

মোট ৭৩ জন ছাত্র-ছাত্রী প্রতিযোগিতায় অংশ নেয়। এদের সবাই  ইয়েস কার্ড পেয়ে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে।

এম এ খায়ের নিজামীর পরিচালনায় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারি আজহারুল ইসলামের সভাপতিত্বে বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। এতে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইঞ্জিনিয়ার মফিজুর রহমান, সোহেল হোসেন খান, মোহাম্মদ আলী মনছুর, আব্দুল করীম ও আলীনুর রহমান খান।

বাছাইপর্বে বিচারক ছিলেন, হাফেজ ক্বারি মোস্তাফিজুর রহমান, হাফেজ ক্বারি মুহিব্বুর রাহমান মনজুর ও হাফেজ ক্বারি ফারুক আহমদ।

অতিথি হিসেবে ছিলেন, সৈয়দ আহাদ ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাহবুব, কার্যকরী পরিষদের সভাপতি মোস্তফা মাহমুদ, সাধারণ সম্পাদক ইসমাইল গণি চৌধুরী প্রমুখ।

এতে আরও উপস্থিত ছিলেন, হাজি ফারুক, ডা. আজিজুল্লাহ, হাছান আ. মজিদ ইসলাম, হাছান চৌধুরী, মাওলানা আবদুল্লাহ, সাইফুল ইসলাম ইয়াহইয়া, শরীফ টিপু ও সাংবাদিক মোহাম্মদ সরওয়ার উদ্দিন রনি।

বাছাইপর্ব শেষে অনুষ্ঠানের সভাপতি মোনাজাত পরিচালনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানান।

এসআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]