ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে আমিরাতে দোয়া মাহফিল


প্রকাশিত: ১২:২৩ পিএম, ৩০ এপ্রিল ২০১৭

১৯৯১ সালে সন্দ্বীপে ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহতদের স্মরণে আমিরাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার আবুধাবির সেন্ড ম্যারিন রেস্টুরেন্ট হল রুমে আবুধাবি সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের উদ্যোগে। দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহীউদ্দীন মিঠুর পরিচালনায় ও সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, জনতা ব্যাংক আমিরাতের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন রিপন, সাংগঠনিক সম্পাদক মো. মাইন উদ্দিন, সন্দ্বীপ পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নাজিম উদ্দিন, দফতর সম্পাদক মো. আলমগীর, ক্রীড়া সম্পাদক মো. মামুন উদ্দীন, সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রুস্তম, শাহাদাত হোসেন বাবলু, সহ-প্রচার সম্পাদক মো. সালাউদ্দীন প্রমুখ।

১৯৯১ সালের ২৯ এপ্রিল সব নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও মোনাজাত করা হয়।

এমআরএম/এএইচ/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]