আমি সবসময় বাঙালিদের পাশে থাকতে চাই : বাপ্পী লাহিড়ী


প্রকাশিত: ০৯:০১ পিএম, ২৪ এপ্রিল ২০১৭

সঙ্গীতশিল্পী বাপ্পী লাহিড়ী বলেছেন, আমি সবসময় বাঙালিদের পাশে থাকতে চাই। তিনি বলেন, বাংলা ও বাঙালি আমার ভালোবাসা, রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম আমার প্রেরণা।

সঙ্গীতজীবনের ৪৫ বছর উদযাপন উপলক্ষে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে আয়োজিত এক মিউজিকাল কনসার্টে তিনি এসব কথা বলেন।

গত রোববার সন্ধ্যায় লস অ্যাঞ্জেলসের আরাতানি জাপান আমেরিকা থিয়েটারে এই কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে বাংলাদেশি কণ্ঠশিল্পী মাহতাব আজমিরও গান পরিবেশন করেন।

সাজিয়া হক মিমির উপস্থাপনায় অনুষ্ঠানে বাপ্পী লাহিড়ীর ছেলে বাপ্পা লাহিড়ী ও ইন্ডিয়ান আইডলরা পারফর্ম করেন। ৬৫ বছর বয়সী বাপ্পী লাহিড়ীর কণ্ঠে চিরচেনা গান ও সুরের মূর্ছনায় মুগ্ধ হন প্রবাসী বাংলাদেশি ও ভারতীয়রা।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]