সৌদিতে অবৈধ বাংলাদেশিদের আউটপাস সেবা


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ২০ এপ্রিল ২০১৭

সৌদি সরকার কর্তৃক সাধারণ ক্ষমা ঘোষণা ২০১৭ উপলক্ষে আউটপাস সংক্রান্ত সেবা প্রদান করবেন বাংলাদেশ কনস্যুলেট, জেদ্দার একটি টিম। আগামী শুক্র ও শনিবার (২১ ও ২২ এপ্রিল) এ সেবা দেয়া হবে।

আছির প্রদেশের খামিস মুশাইতস্থ খালেদিয়া বিন নাজী সুপার মার্কেটের উত্তর পাশে পুরাতন পোস্ট অফিস সংলগ্ন বুকনাহ র্দোরাহ আল খামিস হোটেলে টিমটি অবস্থান করবে। শুক্রবার সকাল ৮টা থেকে রাত ৮টা এবং শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত তাদের কার্যক্রম চালু থাকবে।

আউটপাসের জন্য সঙ্গে আনতে হবে পাসপোর্টের ফটোকপি অথবা জাতীয় পরিচয়পত্র ও অনলাইন জন্ম নিবন্ধনের ফটোকপি।

এমআরএম/ওআর/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]