দুবাইয়ে বাংলা নববর্ষ উদযাপন


প্রকাশিত: ০২:২২ এএম, ১৯ এপ্রিল ২০১৭

সংযুক্ত আরব আমিরাতে আনন্দ উৎসবের মধ্য দিয়ে আবহমান কালের বাঙালি সংস্কৃতি, লোকজ ঐতিহ্য ও গৌরবের পহেলা বৈশাখ বাংলা নববর্ষকে বরণ করে নিলেন দুবাই প্রবাসী বাংলাদেশিরা।

বাংলা নতুন বর্ষ ১৪২৪ বরণ উপলক্ষে শনিবার (১৫ এপ্রিল) দুবাই পিয়ারেল ক্রিক হোটেল বল রুমে পাভেল ও সোনিয়ার যৌথ পরিচালনায় আয়োজনের সূচনা হয়। প্রথমে বাংলাদেশের জাতীয় সংগীত। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শিল্পী ডা. সাবিহা সুলতানা, মিসেস কালাম, রাহিদ-সহ বিভিন্ন শিল্পীদের নিয়ে এসো হে বৈশাখ এসো এসো গানের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্লাসিক ডেন্সে সকলকে মাতান ফারাহ সামশ। কবিতা আবৃতি করেন, মাহবুব হাসান হৃদয় ও ইজাজ।

বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী বাবুল, সহ-সভাপতি মোহাম্মদ রাজা মাল্লিক, কমিউনিটি নেতা অধ্যপক এম এ ছবুর, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোরশেদ, আহাম্মদ আলি জাহাঙ্গীর, নুরুনবী রউশন-সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এআরএস/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]