কাতারে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত


প্রকাশিত: ০২:৪১ পিএম, ১৭ এপ্রিল ২০১৭

কাতারে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।

সোমবার স্থানীয় সময় সকাল ৯ টায় কাতারের রাজধানী দোহা আল হেলালে দূতাবাস প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত আসুদ আহমেদ ও সভা পরিচালনা করেন বাংলাদেশ দূতাবাসের পাসপোর্ট বিভাগের প্রথম সচিব নাজমুল হাসান।

সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন যথাক্রমে শ্রম কাউন্সিলর কাজী জাবেদ ইকবাল, শ্রম প্রথম সচিব রবিউল ইসলাম ও দ্বিতীয় সচিব মো. আজগর হোসেন।

আলোচনা শেষে বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ও একাত্তরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন আব্দুল জলিল।

সবশেষে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনী নিয়ে ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

এমএমএ/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]