রোম দূতাবাসের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন


প্রকাশিত: ১১:৫৩ পিএম, ১৪ এপ্রিল ২০১৭

আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে ইতালির রোমে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে উদযাপিত হলো এবারের পহেলা বৈশাখ। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় তুসকোলনা পার্কে পান্তা ইলিশ খাওয়ার মধ্য দিয়ে দিবসটি উদযাপনের সূচনা করা হয়।

এসময় রোম দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। তিনি এই শুভক্ষণে সমস্ত বাঙালির সুখ সমৃব্ধি কামনা করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপ আওয়ামী লীগ সহ-সভাপতি লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া, ইতালি আ. লীগ সাধারণ সম্পাদক  হাসান ইকবাল, সহ-সভাপতি আলী আহম্মদ ঢালী, হাবীব চৌধুরী, জাহাঙ্গীর ফরাজী, যুগ্ম সাধারন সম্পাদক আতিয়ার রসুল কিটন ও মহিলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তাবৃন্দ।

এআরএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]