কুয়েতে শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদের আলোচনা সভা


প্রকাশিত: ০৯:৫১ এএম, ১৪ এপ্রিল ২০১৭

কুয়েতে শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদের উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কুয়েতের সিজিল আল সুয়েখ হাসাবিয়া আল আহম্মদ হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক এস এম সুমনের পরিচালনায় অনুষ্ঠানে সিলেট বিভাগীয় লেখক ফোরামের সভাপতি আব্দুল মালেক, সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল আহাদ, এনাম আহম্মেদ, আশরাফুল ফেরদৌস, আম্বিয়া বাহার, তাজ উদ্দিন, ফয়সাল আহম্মেদ, ফয়জুল হক কুঁটি, তাজ সামছুল, সেলিম মিয়া প্রমুখ বক্তব্য দেন।

আলোচনা সভা শেষে কুয়েত শাহ আব্দুল করিম স্মৃতি পরিষদের সভাপতি ওলিদ মোহাম্মদ সেনু, যুগ্ম সাধারণ সম্পাদক খসরু আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক আহসান আহমদ হাছান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক তাজ মিয়াকে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে।

এমএমএ/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]