মালয়েশিয়ায় অবৈধদের ই-কার্ড বিতরণ নিয়ে ‘প্রশ্ন’


প্রকাশিত: ০২:৪৬ পিএম, ১১ এপ্রিল ২০১৭

মালয়েশিয়ার সহকারী স্বরাষ্ট্রমন্ত্রী নূর জাজলান মোহাম্মদ বলেছেন, পুনর্নিয়োগ প্রোগ্রামের আওতায় ইমিগ্রেশন বিভাগের বেশকিছু শাখা থেকে নিবন্ধন ছাড়াই অনেক অবৈধ অভিবাসীকে ই-কার্ড দেয়া হয়েছে।

তিনি বলেন, কার্ডগুলোর বিতরণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পুনর্নিয়োগ প্রক্রিয়ায় যারা নিবন্ধন করেননি তাদের কার্ড বৈধ নয়। দেশটির জাতীয় দৈনিক দি-সান সূত্রে এ তথ্য জানা গেছে।

এ প্রসঙ্গে নূর জাজলান মোহাম্মদ আরও বলেন, ‘যাদের ভুল কের এ কার্ড দেয়া হয়েছে, তাদের অবশ্যই দ্রুত তা ফেরত দিতে হবে। যদি কেউ ফেরত না দেন তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

তিনি বলেন, ‘নিবন্ধন ছাড়াই অভিবাসীরা কিভাবে এ কার্ড পেল তা খতিয়ে দেখছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ রহস্য উদঘাটনে তদন্ত চলছে।’

প্রসঙ্গত, নির্মাণ, বৃক্ষরোপণ, সেবা, উৎপাদন ও কৃষিখাতে শ্রমিক সঙ্কট নিরসনের জন্য পুনর্নিয়োগ প্রোগ্রাম চালু করে মালয়েশিয়া সরকার। এর মাধ্যমে অবৈধ অভিবাসীদের কাজের অনুমতি দেয়া হয় যাতে প্রয়োজনীয় শ্রমিকের চাহিদা মেটানো যায়।

১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ গ্রোগাম শেষ হবে ৩০ জুন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

এমএআর/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]