প্যারিসে ভুবন মাঝির প্রিমিয়ার শো


প্রকাশিত: ০৪:২৭ পিএম, ১০ এপ্রিল ২০১৭

মুক্তির অল্পদিনেই এবার সাড়া জাগানো বাংলা চলচ্চিত্র ভুবন মাঝির প্রিমিয়ার শো উদ্বোধন করা হলো ফ্রান্সের প্যারিসের ‘ক্লাব দো ল ইতুয়েল’ সিনেমা হলে।

রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এ শো উদ্বোধন করেন ফ্রান্স বাংলা চেম্বার অব ইকোনমির সভাপতি এবং বিখ্যাত বাংলা চলচ্চিত্র লাল টিপের প্রযোজক কাজী এনায়েত উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন চিত্রকার কবি শাহাদাৎ হোসেন, শিক্ষাবিদ জামাল হোসেন, পরিচালক স্বপন আহমেদ, সংগঠক ইবনে হোসাইন সোহেল, ফ্রান্স বাংলা বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক শুভ্রত ভট্টাচার্য্য শুভ, ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক টি এম রেজা, স্বরলিপি শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, নাট্য নির্মাতা রিপন, সাংবাদিক দেবেশ বড়ুয়া প্রমুখ।

কাজী এনায়েত উল্লাহ বলেন, ভুবন মাঝি দেখে আমি আবেগে আপ্লুত হয়েছি। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ নিয়ে এমন একটি সুন্দর ছবি নির্মাণের জন্য পরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

আয়োজকরা বলেন, বাংলা কৃষ্টি-সংস্কৃতি ছড়িয়ে দিতে এর আগেও প্যারিসে বহু ছবি প্রদর্শিত হয়েছে, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

এমআরএম/এসআর/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]