কানাডায় নিখোঁজ বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৪:৪২ এএম, ৩১ মার্চ ২০১৭

কানাডার টরন্টো থেকে ফাহমি আরিফ রহমান নামে এক বাংলাদেশি তরুণের মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে টরন্টোর ‘সুগার বিচ’ সংলগ্ন এলাকা থেকে ফাহমির মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

ফাহমি দীর্ঘদিন বিষণ্ণতায় ভুগছিলেন। এজন্য তিনি চিকিৎসাও নিচ্ছিলেন। ধারণা করা হচ্ছে, বিষণ্ণতার কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

কানাডার একটি বাংলা নিউজ পোর্টালের খবরে বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে নিখোঁজ হন ফাহমি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ফাহমি টরন্টোর সাবিনা রহমান এবং আরিফ রহমান দম্পতির সন্তান।

এনএফ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com