দুবাইয়ে স্বাধীনতা দিবস উদযাপন


প্রকাশিত: ০২:১৭ এএম, ২৯ মার্চ ২০১৭

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অবস্থিত দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে জাকজঁমকভাবে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।

দুবাই হায়াত রিজেন্সির বল রুমে মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যা সাতটা থেকে অনুষ্ঠিত কনস্যুলেটের এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংযুক্ত আরব আমিরাতের জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক মন্ত্রী ড. থানি বিন আহমেদ আল-জাউদির।

দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এস বদিরুজ্জামানের সভাপতিত্বে ও কনস্যুলেটের প্রথম সচিব নূর ই মাহবুবা জয়ার পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ও আমিরাতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ডাক্তার মোহাম্মদ এমরান।

আমিরাতের বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, প্রবাসী বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দসহ বাংলাদেশ কনস্যুলেটের সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা, কেক কাটা, সাংস্কৃতিক, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং মধ্যাহ্নভোজের মধ্যদিয়ে এ আয়োজন সমাপ্ত হয়।

এআরএস/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]