ডেনমার্কে গণহত্যা দিবস পালিত


প্রকাশিত: ১১:১৭ এএম, ২৬ মার্চ ২০১৭

মোমবাতি জ্বেলে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আলোচনা সভার মধ্য দিয়ে ডেনমার্কে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস এবং স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

স্থানীয় সময় ২৪ মার্চ শুক্রবার ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে দিবসটি পালিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেনমার্ক আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোকন মজুমদার।

সভার শুরুতে ভাষা শহীদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান, জাতীয় চারনেতা, ১৫ আগস্ট ও মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংগঠনটির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভায় ডেনমার্ক আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন সরকার, মোহাম্মদ সহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সফিউল সাফি, ডেনমার্ক আওয়ামী লীগের    উপদেষ্টা মাহবুবুল হক, রাফায়েত হোসেন মিঠু,  রিয়াজুল হাসনাত রুবেল, সাবেক ছাত্রনেতা ফজলে এলাহী জুয়েল ও যুবলীগ ডেনমার্ক শাখার যুগ্ম সম্পাদক ফজলে রাব্বী, স্বেচ্ছাসেবক লীগ ডেনমার্কের সভাপতি নাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক বদরুল আলম রনি প্রমুখ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডেনমার্ক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাইম উদ্দিন, নুরুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক সরদার সাইদুর রহমান, গোলাম  কিবরিয়া  শামীম, মোহাম্মদ সেলিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাসেল, অভিবাসন বিষয়ক সম্পাদক আরিফুল হক আরিফ, কৃষি বিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সম্রাট, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইউসুফ আহম্মেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কোহিনুর আক্তার মুকুল, ধর্ম-বিষয়ক সম্পাদক কচি মিয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নীরু সুমন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রেজাউল হক রেজা, মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া সুলতানা চাপা, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ সেলিম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন খান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোতালেব হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক গোলাম রাব্বী, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লায়লা আক্তার সীমা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সামছু উদ্দিন, দপ্তর সম্পাদক দেবাসীষ দাস, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নয়ন, কার্যকরী কমিটির সদস্য মোসাদ্দিকুর রহমান রাসেল, আমির জীবন, ফজলে রাব্বী, সামসুল আলম, সোহেল আহমেদ, সাফায়েত অন্তর, শামীম খান, তাসবীর হোসেন, মাঞ্জুর আহমেদ মামুন, মনসর আহমেদ, মোহাম্মাদ ইউসুফ, মাসুম বিল্লাহ, শাওন রহমান, সাইদুর রহমান, নাজমুল ইসলাম, আরিফুল ইসলাম, হাসান শাহীন, আরিফুল হক আরিফ, আজাদুর রহমান, রাজ্জাক, নাজমুল হোসেন, দোলন প্রমুখ উপস্থিত ছিলেন।

একই সঙ্গে শুক্রবার বাদ জুমা কোপেনহেগেনের  বায়তুল মোকাররম মসজিদে  মিলাদ ও দোয়া মাহফিয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এমএমএ/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]