কাতারে স্বাধীনতা দিবস উদযাপন


প্রকাশিত: ১০:৫৬ এএম, ২৬ মার্চ ২০১৭

কাতারে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।

রোববার স্থানীয় সময় সকাল ৯টায় দেশটির রাজধানী দোহার আল হেলালে বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

QATAR

জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ।পরে রাষ্ট্রদূত আসুদ আহমেদের সভাপতিত্বে ও পাসপোর্ট বিভাগের প্রথম সচিব নাজমুল হাসানের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন শোনান যথাক্রমে শ্রম কাউন্সিলর ড. সিরাজুল ইসলাম, কাউন্সিলর কাজী জাবেদ ইকবাল, শ্রম প্রথম সচিব রবিউল ইসলাম, দ্বিতীয় সচিব মো. আজগর হোসেন।

QATAR

এর আগে আলোচনা সভার শুরুতে একাত্তরের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় অনুষ্ঠিত বিশেষ মোনাজাত পরিচালনা করেন সৈয়দ আকতার হোসেন।

এমএমএ/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]