স্বাধীনতা দিবসে বার্সেলোনায় বাংলার মেলা


প্রকাশিত: ১০:১৩ এএম, ২৬ মার্চ ২০১৭

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্পেনের বার্সেলোনায় প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে বাংলার মেলা। “শাপলা সিটি বাংলার মেলা” শিরোনামে বার্সেলোনার সান্তাকলমার কানজাম পার্কে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ থেকে আগত অতিথি শিল্পীদের অংশগ্রহণে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা চলবে।

অনুষ্ঠানে বাউলশিল্পী ফকির শাহাবুদ্দীন, অভিনেতা ফজলুর রহমান বাবু, কৌতুক অভিনেতা কাজল, সঙ্গীত শিল্পী মনির খান, নিশিতা বড়ুয়া, প্রতীক হাসানসহ স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।

সান্তাকলমার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় বাংলাদেশের শাপলা সিটি লিমিটেডের সৌজন্যে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

ইতোমধ্যে বাংলার মেলা ও বার্সেলোনায় বাংলাদেশ থেকে আগত অতিথি শিল্পীদের উপস্থিতিতে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

বিএ/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]