মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে দুর্ঘটনায় বাংলাদেশি আহত

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৯:২৬ এএম, ২৪ মার্চ ২০১৭

মালয়েশিয়ার একটি নির্মাণাধীন ভবনে মর্মান্তিক দুর্ঘটনায় ১ নেপালি শ্রমিক প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন এক বাংলাদেশি শ্রমিক। আহত বাংলাদেশিকে উদ্ধার করে স্থানীয় পুত্রাজায়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে পুত্রাজায়ার পুলিশ সদর দফতরের পাশে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের নতুন ভবন-৭-এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্মাণ প্রকল্পের একটি নির্মাণাধীন অবকাঠামো ধসে পড়লে ঘটনাস্থলে নেপালি একজন শ্রমিক নিহত হন। তার সঙ্গে থাকা আরেক বাংলাদেশি সহকর্মী গুরুতর আহত হন। 

পুত্রাজায়ার জেলা পুলিশ প্রধান সহকারী কমিশনার রোজলি হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এনএফ/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]