মালয়েশিয়ায় পহেলা বৈশাখ উদযাপনে ব্যাপক প্রস্তুতি


প্রকাশিত: ০৭:৫৪ এএম, ২৩ মার্চ ২০১৭

বাঙালির নিজস্ব উৎসবের অন্যতম পহেলা বৈশাখ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এই দিনটির মাধ্যমে স্বাগত জানায় নতুন একটি বছরকে।

মালয়েশিয়ায় বাংলা নতুন বছরকে স্বাগত জানাতে চলছে ব্যাপক প্রস্তুতি। দেশটিতে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সমন্বয়ে বিভিন্ন সামাজিক সংগঠন ইতোমধ্যে নতুন বছরকে স্বাগত জানাতে ব্যস্ত সময় পার করছেন।

এরই অংশ হিসেবে দেশটির পর্যটন এলাকা হিসেবে খ্যাত বুকিতবিনতাংয়ের রসনা বিলাস রেস্টুরেন্টে বৈশাখী আয়োজনে থাকছে পান্তা-ইলিশ ভোজন ও দিনভর বাউল গানের আসর।

রসনা বিলাস রেস্টুরেন্টের কর্ণধার এস এম রহমান পারভেজ জানান, পহেলা বৈশাখের অনুষ্ঠানে বাংলাদেশের কৃষ্টি-কালচার, ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরা হবে।

এদিকে, পহেলা বৈশাখকে স্বাগত জানাতে ও বাউল গানের আসর সফল করতে মালয়েশিয়ায় বসবাসরত সর্বস্তরের প্রবাসী বাঙালিকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আয়োজকরা।

এমএমজেড/এসআর/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]