স্বাধীনতা দিবসে পর্তোতে ব্যাডমিন্টন প্রতিযোগিতা


প্রকাশিত: ০৭:৪৭ এএম, ২২ মার্চ ২০১৭

মহান স্বাধীনতা দিবসকে সামনে রেখে পর্তুগালের দ্বিতীয় বৃহত্তর শহর পর্তোতে বসবাসরত বাংলাদেশিরা প্রীতি ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করেছে।

পর্তোর প্যাভিলিয়াও ব্যাডমিন্টন ভেন্যুতে ২৫ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে ১২টি দল অংশ নেবে।

বাংলাদেশ কমিউনিটি অব পর্তোর আয়োজনে টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে থাকবেন মাহিন, মাসুদ, রাহুল, শামীম, ইমন প্রমুখ।

এছাড়া স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে পর্তোর রুয়া দ্যা সা সড়কে নির্মিত পর্তুগালের দ্বিতীয় স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা নিবেদন করবেন বাংলাদেশ কমিউনিটি অব পর্তোর সদস্যরা।

২৮ মার্চ স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় পর্তোর ব্লাস্মাও রেস্টুরেন্টে ব্যাডমিন্টন প্রতিযোগিতার পুরস্কার প্রদান এবং মহান স্বাধীনতা দিবসের আলোচনা ও নৈশভোজের আায়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি অব পর্তো। এতে পর্তুগালের রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় সিটি কাউন্সিলের ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটি অব পর্তোর সভাপতি শাহ আলম কাজল।

পর্তোতে বাংলাদেশি কমিউনিটির এবারের স্বাধীনতা দিবস উদযাপন ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে বাংলাদেশের শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম।

এমএমজেড/এমএআর/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]