দুবাই কন্স্যুলেটে বৈশাখী মেলা ২১ এপ্রিল


প্রকাশিত: ১২:৪০ পিএম, ২১ মার্চ ২০১৭

দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কন্স্যুলেট জেনারেলের উদ্যোগে আগামী ২১ এপ্রিল বাংলা বর্ষবরণ ও বৈশাখী মেলা উদযাপন করা হবে।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় কন্স্যুলেটের কনফারেন্স রুমে এ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বাংলাদেশ কনসাল জেনারেল এস বদিরুজ্জামান, কন্স্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর ড. এ কে এম রফিক আহমেদ, লেবার কাউন্সিলর এএসএম জাকির হোসেন, প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমান, প্রথম সচিব কাউন্সিলর (পলিটিকাল) প্রবাস লামারাং, প্রথম সচিব নূর ই মাহবুবা জয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, অন্যান্য বছরের মতো এবারও মেলায়ও থাকছে বাংলাদেশের রকমারি খাবারের স্টল, বাঙালি সাজ, দেশীয় সংস্কৃতির পরশে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, খেলাধুলা, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী ও সবশেষে র‌্যাফল ড্র অনুষ্ঠিত হবে।

মেলায় অংশ নিতে সরাসরি ০৫৫-৫৩৭৪৯২০ / ০৫০-৪৬৭৭৬৯৯ নম্বরে এ যোগাযোগ করতে বলা হয়েছে।

এমএমএ/এএইচ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]