রিয়াদে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত


প্রকাশিত: ১২:১১ পিএম, ১৮ মার্চ ২০১৭

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

স্কুলের শিক্ষার্থী অারশিয়া জাহান হাফসা, অামৌরী অাহসান মেহা এবং শিক্ষক মোনাইম হোসেনের পরিচালনায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখার অধ্যক্ষ বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের সেকেন্ড সেক্রেটারি কাউন্সেলর শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন স্কুলের ভাইস চেয়ারম্যান কৃষিবিদ শামিম উসমান, সহকারি প্রিন্সিপ্যাল আফজাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানের শুরুতে কোরান থেকে তেলোয়াত করা হয়। এরপর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করেন স্কুলের শিক্ষক আব্দুর রহমান অ্যাপেল।

পরে অতিথি এবং শিক্ষার্থীদের উপস্থিতিতে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।

জেএইচ/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]