সৌদিতে প্রবাসী বাংলাদেশিদের টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ


প্রকাশিত: ০১:৫০ পিএম, ১২ মার্চ ২০১৭

বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সৌদি আরবের দাম্মাম ইয়ামামা কোম্পানিতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কোম্পানিতে কর্মরত প্রায় দেড় হাজার শ্রমিকের মধ্য থেকে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের দুইটি টিম খেলায় অংশগ্রহণ করে।

প্রবাসী বাংলা ক্রিকেট টিম এবং কুমিল্লা ক্রিকেট একাডেমি। খেলায় প্রবাসী বাংলা ক্রিকেট টিমকে ৫০ রানে হারিয়ে জয় তুলে নেয় কুমিল্লা ক্রিকেট একাডেমি।

কুমিল্লা ক্রিকেট একাডেমির সদস্যরা হলেন- বিল্লাল হোসেন (অধিনায়ক), এস কে বোহরান উদ্দিন, মনির হুসাইন, মাহদি হাসান মোমিন, মোহাম্মদ বাদল, শাহিনুল ইসলাম, নাজমুল হাছান, মোহাম্মদ তসলিম, আরিফ হুসাইন, সানি, আলাউদ্দিন, ফারুক হুসাইন, মোহাম্মদ রাসেল ও সাফিকুল ইসলাম।

অন্যদিকে প্রবাসী বাংলা ক্রিকেট টিমের সদস্যরা হলেন- সাব্বির আহমেদ মোমিন (অধিনায়ক), এরশাদ, জাহাঙ্গীর, ইলিয়াস, সফিক, সুজন, আলম, নজরুল, ইমরান, মুতালিব ও আলম আহমেদ।

ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট আব্দুল হালিম নিহন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সৌদি আরব প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রুবেল হোসেন, শরিফুল ইসলাম স্বপন, সোহেল আলম, ওয়াসিম আকরাম, মাসুদ পারভেজ, আরিফ মৃধা, রাজু, ইয়াছিন আরাফাত, সফিক ভুইয়া, সোহরাব হোসেন, শহীদ মিয়া, তারেক রহমান প্রমুখ।

খেলাটি উপভোগ করেন ইয়ামামা কোম্পানির কর্মরত প্রায় ৫০০ শ্রমিক। পরে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

বিএ/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]