৭ মার্চ উপলক্ষে কুয়েত আ.লীগের আলোচনা সভা


প্রকাশিত: ১১:০৫ পিএম, ১০ মার্চ ২০১৭

‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার একাংশ।

বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ৮টায় কুয়েত সিটির রাজধানী হোটেলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগ নেতা ও কয়েতে বঙ্গবন্ধু স্কুলের প্রতিষ্ঠাতা শহীদ ইসলাম পাপুলের সভাপতিত্বে ও বাহার উদ্দির বাহারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কুয়েত বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রকৌশলী খন্দকার আব্দুল হান্নান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এয়াকুব আলী, কুয়েত আওয়ামী লীগের সাধারণ সস্পাদক শিপন বাবু, যুগ্ম সাধারণ সস্পাদক জসিম উদ্দিন ইমন, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কুয়েত শাখার সভাপতি আনিসুল হক সুমন, কুয়েত তাঁতি লীগ শাখার সভাপতি হানিফ বাবুল, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, আব্দুল আজিজ, গিয়াস উদ্দিন, মোহাম্মদ রুবেল প্রমুখ।

এছাড়াও কুয়েতে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী ও অঙ্গ সংগঠনে নেতৃবৃন্দসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ঐতিহাসিক ৭ মার্চ সর্ম্পকে ব্যাপক আলোচনা করেন বক্তারা। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কুয়েত আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানান শহিদ ইসলাম পাপুল।

জেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]