দুবাইয়ে বসন্ত উৎসব


প্রকাশিত: ০৮:৪৭ পিএম, ১০ মার্চ ২০১৭

প্রবাসী বাংলাদেশির আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) দুবাইয়ের ক্রিক পার্কে বাসন্তী রঙে রঙিন হয়ে ওঠে চারপাশ। প্রায় ২ শতাধিক পরিবার অংশ নেয় এ উৎসবে।

মরুর দেশে অনুষ্ঠিত এ আয়োজনে থাকে নানা ধরনের প্রতিযোগিতা। পুরুষের জন্য প্রেমপত্র লেখা এবং নারীদের ফ্যাশন শো ছিলো চোখে পড়ার মতো।

dubai

অনুষ্ঠানে দুবাই প্রবাসী লুৎফুর রহমান রচিত একাত্তরের গণহত্যা নিয়ে লাল সবুজের ছড়ার মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এস বদিরুজ্জামান।

আয়োজক নওশের আলী জানান, প্রবাসেও বাংলাদেশকে খুঁজে পেতে এই আয়োজন। বিশেষ করে এখানে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করাতে এমন উদ্যোগ নিয়েছেন তারা।

জেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]