নারী দিবসে ইতালিতে মহিলা সংস্থার আলোচনা সভা


প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ০৯ মার্চ ২০১৭

রাজধানী রোমে বিশ্ব নারী দিবস পালন করা হয়েছে। নারী দিবস উপলক্ষে বুধবার (৮ মার্চ) সন্ধ্যা ৭টায় তরপিনাত্তারায় মহিলা সংস্থা ইতালির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, বিশ্বজুড়ে নারীরা আজ আর অবহেলিত নয়। নারীদের লাঞ্ছনা আর নির্যাতনের দিন ফুরিয়ে গেছে। পুরুষের পাশাপাশি নারীরা আজ স্বাবলম্বী হয়ে উঠেছে।

তারা বলেন, সারাবিশ্বে নারীরা পাল্লা দিয়ে কাজ করছে। বাংলাদেশে প্রধানমন্ত্রী থেকে শুরু করে নারী মন্ত্রী রয়েছে। যার ফলে বিশ্বের মাঝে নারীরা মর্যাদার সঙ্গে মাথা উচু করে কথা বলতে পারে।

ii
ভিয়া কাসিলিনার একটি হল রুমে সংগঠনের সভাপতি শান্তা সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দা মাসুদা আকতার আরিফা ও লিটা ডি সিলভার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ইরিন আফরোজ, বিশেষ অতিথি বাংলাদেশ বেতার শিল্পী নাসরিন রহমান।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইতালি মহিলা আওয়ামী লীগের সভাপতি ইয়াসমীন আক্তার রুজী, সাধারণ সম্পাদক নয়না আহমেদ প্রমুখ।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]