কুয়েতে সবচেয়ে বড় জামাত বাংলাদেশিদের


প্রকাশিত: ০৯:২১ এএম, ০৪ মার্চ ২০১৭

কুয়েতে সবচেয়ে বড় যে নামাজের জামাতটি অনুষ্ঠিত হয় সেটি বাংলাদেশি মুসল্লিদের। কুয়েতের জিলিব আল সুয়েখে অবস্থিত হাসাবিয়া বড় মসজিদ খ্যাত ওই মসজিদে খুতবাও পাঠ করা হয় বাংলাতে।

মসজিদটিতে প্রতিদিন দশ হাজারের মতো মুসল্লি সমবেত হয়ে নামাজ আদায় করেন।

পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি প্রতি শুক্রবার জুমার নামাজ ও দুই ঈদের নামাজ জামাতে আদায় করার জন্য এই মসজিদে বাংলাদেশিদের পাশাপাশি ভারত, পাকিস্তান, মিশরসহ অন্যান্য দেশের নাগরিকরাও শরীক হন।  

কুয়েতের মাহবুল্লা, মুরগাবসহ একাধিক মসজিদে বাংলায় খুতবা পড়া হলেও হাসাবিয়ার মুসল্লি সংখ্যা সবচেয়ে বেশি।



এনএফ/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]