পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের অনুবাদ কার্যক্রম বন্ধ হচ্ছে


প্রকাশিত: ০২:৩৭ এএম, ০৩ মার্চ ২০১৭

আগামী ১৭ মার্চ থেকে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের সব ধরনের অনুবাদ কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে দূতাবাস। কার্যক্রম বন্ধের কারণ হিসেবে আইনগত জটিলতার কথা বলা হয়েছে।  

এই কার্যক্রম কবে নাগাদ আবার চালু হবে সে ব্যাপারে নির্দিষ্ট কোনো তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।  

বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন পর্তুগালে বসবাসরত অনেক বাংলাদেশি। অনেকের শঙ্কা এ কারণে তাদের বিপাকে পড়তে হবে।

এনএফ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]