মাতৃভাষা দিবস উপলক্ষে কাতারে সাংবাদিক সমিতির সভা


প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে কাতার প্রবাসী সাংবাদিক সমিতি। স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কাতারের রাজধানী দোহা নাজমা হৈচৈ রেস্টুরেন্টে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ই এম আকাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল জামান এক্সচেঞ্জের বিজনেস ম্যানেজার মোসলেম উদ্দিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির উপদেষ্টা মানিক হোসেন, কাতার ঢাকা সমিতি সভাপতি শাহ আলম, কাতার আওয়ামী লীগ সভাপতি ওমর ফারুক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, কাতার জাতীয় পার্টি সভাপতি বাসার সরকার, কাতার বঙ্গবন্ধু পরিষদ সাধারণ সম্পাদক নুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আপচার, কাতার বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস আলম চৌধুরী, কাতার ব্রাহ্মণবাড়িয়া সদর প্রবাসী ঐক্য পরিষদ সভাপতি মুনছুর উল্লাহ রাসেদ, কাতার তালিমুল ইসলামের সভাপতি আবদুল গাফফার, কাতার জালালাবাদ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা, কাতার যুবলীগ সিনিয়র সদস্য আতিকুল মাওলা মিঠু, কাতার প্রবাসী তরুণ ব্যবসায়ী মাসুদ রানা, ইনভাইট ফুডস কাতারের ম্যানেজার মার্কেটিং সেলস এনামুল হক, আব্দুল কাদের, রাজ রাজিব, ইয়াকুব হোসেন, সুলতান হোসেন, আল সোলেমান, কাতার বিএনপি তরুণ নেতা ওমর ফারুক মানিক, আবুল কালাম, ইঞ্জিনিয়ার আলিম উদ্দিন, সাংবাদিক সমিতির সহ-সভাপতি মহিউদ্দিন চৌধুরী, সিনিয়র সদস্য জি এম আকাশ, সদস্য বাবুল গাজী, সদস্য ছফি উল্লাহ, সদস্য শিহাব শাহিন প্রমুখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাতার প্রবাসী সাংবাদিক সমিতির সহ-সভাপতি পরিমল চন্দ্র দাস, সদস্য মো. সবুজ, এসএ টিভি কাতার প্রতিনিধি আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়া কাতারস্থ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত ও ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন কাতার তালিমুল ইসলামের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম মিজান।

বিএ/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]