নিউইয়র্কে ছুরিকাঘাতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত


প্রকাশিত: ০৪:৩৫ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৭

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কসে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাংলাদেশি রিয়েল এস্টেট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা জাকির খান নিহত হয়েছেন।

নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার সাড়ে ছয়টার দিকে নিজ বাসায় তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। বর্তমানে তার মরদেহ নিউইয়র্কের জেকিবি হাসপাতালে রাখা হয়েছে।

জাকির খানের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জে। জাকির খান নিউইয়র্কে পার্কচেস্টার রিয়েল এস্টেট কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউইয়র্কের খবরে বলা হয়েছে,  ব্রঙ্কসের নিজ বাড়িতে জাকির খানকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে প্রাথমিকভাবে তার বাড়ির মালিককে সন্দেহ করা হচ্ছে। ইতোমধ্যে বাড়ির মালিককে আটক করে থানায় নেয়া হয়েছে।

প্রসঙ্গত, নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে জাকির খান ছিলেন পরিচিত মুখ ও খুবই জনপ্রিয়। কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানে ছিল তার সরব উপস্থিতি।

এআরএস/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]