মালয়েশিয়ার হাসপাতালে আল্লামা আহমদ শফী


প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক এবং হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীকে (৯৬) মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত রোগে ভুগছেন। গত কয়েক দিন আগে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে রোববার বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়।     

শাহ আহমদ শফী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম-এর প্রধান তিনি। সাধারণভাবে এটি হাটহাজারী মাদরাসা নামে পরিচিত। এছাড়া এ আলেম বড় হুজুর নামেও পরিচিত।  

মাদরাসা সূত্র জানায়, আল্লামা শাহ আহমদ শফী সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে মাদরাসার ছাত্র-শিক্ষকরা আল্লামা শাহ আহমেদ শফির সুস্থতার জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে।

এএইচ/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]