মালিকের আস্থাভাজন হওয়ায় মালয়েশিয়ায় প্রাণ গেল বাংলাদেশির


প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭

মালয়েশিয়ার জিরাম কুয়ালা সেলাঙ্গর এলাকায় নির্মাণাধীন ভবন থেকে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক বাংলাদেশিকে আটকের পর সাত দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
 
নিহত ওই বাংলাদেশির বয়স ২৯ বছর বলে জানিয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে নিহত ও আটক বাংলাদেশির নাম প্রকাশ করেনি স্থানীয় আইনশৃঙ্খলবাহিনী।

কুয়ালা সেলাঙ্গর জেলার পুলিশ প্রধান রুসলান আব্দুল্লাহ বলেছেন, বৃহস্পতিবার একটি নির্মাণাধীন ভবনের নিচে মানুষের মাথা পরে থাকতে দেখে কর্মরত শ্রমিকরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথা ও ভবনের ১০ম তলা থেকে দেহ উদ্বার করেছে।
 
পুলিশের এই কর্মকর্তা বলেন, ওই দিন দুপুর ৩টা থেকে ৫টার মধ্যে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। তিনি বলেন, ভবনের ১১ তলায় হত্যার শিকার ব্যক্তিকে ছুরি দিয়ে শিরেশ্ছেদের পর নিচে ফেলে দেয়া হয়। শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেলেও দেহ আটকে যায় ১০ম তলায়।

পুলিশ বলছে, নির্মাণাধীন ওই ভবনের মালিকের কাছে আস্থাভাজন হয়ে উঠেছিলেন নিহত বাংলাদেশি। এতে ক্ষিপ্ত হয়ে ঈর্ষা থেকে তাকে হত্যা করেছে অপর বাংলাদেশি।

এসআইএস/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]