আমিরাতে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে স্মরণ সভা


প্রকাশিত: ০৭:৪৫ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৭

জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণে শোক সভা করেছে আরব আমিরাত। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) উম্ম আল কোয়াইন স্থানীয় একটি হোটেল হল রুমে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারি গণ মানুষের নেতা সুরঞ্জিত সেনগুপ্তের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন এবং তার রেখে যাওয়া অবদানের কথা বাঙালি জাতি আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে জানানো হয়।

উম্ম আল কোয়াইন আওয়ামী যুবলীগের সভাপতি মো. সেলিম বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের সভাপতি এম সাইফুল আলম।

উম্ম আল কোয়াইন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমেদ শিবলুর পরিচালনায় সভায় প্রধান বক্তা ছিলেন, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম নিজাম।

বিশেষ অতিথি ছিলেন, সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম, উম্ম আল কোয়াইন আওয়ামী লীগের সভাপতি মো. হেলাল উদ্দিন, দুবাই আওয়ামী যুবলীগের আহ্বায়ক সমর শাহ, শারজাহ আওয়ামী যুবলীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক, আজমান আওয়ামী যুবলীগের আহ্বায়ক কালাম ভূইয়া, আল আইন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মোরসেদ, আবুধাবি মুছাফফা আওয়ামী যুবলীগের আহ্বায়ক হাজি হান্নান, ছাগলনাইয়া পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ফরিদ আহমেদ চৌধুরী প্রমুখ।

এমআরএম/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]