বাংলাদেশ থেকে ইমাম ও মোয়াজ্জেম নেবে কাতার


প্রকাশিত: ১১:২০ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৭

বাংলাদেশ থেকে একশ’ জন ইমাম ও মোয়াজ্জেম নেবে কাতার। এ উপলক্ষে আগামী ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থান মসজিদ সলিমুল্লা রোডে আবেদনপত্রের ফরম বিতরণ করা হবে। প্রতিদিন সকাল ৭টা থেকে এ ফরম পাওয়া যাবে।

জানা গেছে, প্রার্থীদের পবিত্র কোরআনের হাফেজ হতে হবে এবং আররি ভাষায় দক্ষদের অগ্রাধিকার দেয়া হবে। প্রার্থীর বয়স ২০ থেকে ৪৫ বছর হতে হবে এবং আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট কপি, পরিচয়পত্র ও জন্ম নিবন্ধনের সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে।

আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত এ পরীক্ষা চলবে। মোহাম্মদপুর কেন্দ্রীয় কবরস্থান মসজিদ সলিমুল্লা রোডে বিচারকের দায়িত্ব পালন করবেন কাতারে কর্মরত বাংলাদেশি ইমাম শেখ ফখরুল হুদা।

আরএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - jagofeature@gmail.com