ইতালিতে দূতাবাসের উন্নয়ন মেলা অনুষ্ঠিত


প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৭

ইতালিতে বাংলাদেশ সরকােরর উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে অনুষ্ঠিত হয়েছে উন্নয়ন মেলা-২০১৭। রোম দূতাবাসের আয়োজনে রোববার স্থানীয় সময় দুপুরে ৬ নং কমিউনিটিতে এ উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দূতাবাসের প্রথম সচিব আরফানুল হকের পরিচালনায় উন্নয়ন মেলায় বক্তব্য দেন সর্ব-ইউরোপীয় আওয়ামী লীগ সহ-সভাপতি লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক জিএম কিবরিয়া, ইতালি আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আলি আহমেদ ঢালী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, জাতীয় পার্টি ইতালি শাখার সভাপতি রাহেল আহমেদ প্রমুখ।

উন্নমন মেলায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি মধ্যম আয়ের দেশ। ২০৪১ সালে আমরা উন্নয়নশীল একটি দেশে রূপান্তরিত হবে। বাংলাদেশের মানুষের মৌলিক চাহিদা পূরন করতে সক্ষম হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উন্নয়ন মেলায় উপস্থিত ছিলেন দূতাবাসের ইকোনোমিক কাউন্সিলর ড. মফিজুর রহমান, ইতালি আওয়ামী লীগ, সহ-সভাপতি হাবীব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আতিয়ার রসুল কিটন, এম এ রব মিন্টু, প্রচার সম্পাদক মান্নান মাতবর মঞ্জু, উজ্জ্বল মৃধা, এনায়েত করিম, শেখ মামুন, জাহাঙ্গীর আলমসহ আরো অনেকে।

এসময় উপস্থিত আওয়ামী লীগ বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনা শুধুমাত্র আওয়ামী লীগ সভানেত্রী নন, তিনি এখন বিশ্ব নেত্রী। বাংলাদেশ এখন উন্নয়নের মডেল। আর এর নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠান শুরুর আগে প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এআরএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]