আমিরাতে নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে


প্রকাশিত: ০২:৩৯ এএম, ০১ ফেব্রুয়ারি ২০১৭

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। নিহত দুইজনের বাড়িই চট্টগ্রামের ফটিকছড়িতে। একজন হলেন- ফটিকছড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডের হাসমত আলী চৌধুরী বাড়ির মৃত ফজলুল রাব্বি চৌধুরীর ছেলে মুহাম্মদ আলমগীর হোসেন (৪৫)। তার স্ত্রী ও তিনকন্যা সন্তান রয়েছে। অন্যজন হলেন ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউপির ৭নং ওয়ার্ডের আলমদার চৌধুরী বাড়ির মুহাম্মদ মীর আহম্মদের ছেলে মুহাম্মদ আব্দুর রহিম (৪২)।

দুবাই কনস্যুলেটের লেবার কাউন্সিলর এএসএম জাকির হোসেন জাগো নিউজকে বলেন, আলমগীর হোসেন দুর্ঘটনা-কবলিত গাড়ির চালক ছিলেন।  

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সংযুক্ত আরব আমিরাতের রাস-আল খাইমাহ হুজাম সড়কে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে প্রচণ্ড গতিতে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে বাংলাদেশি দুই শ্রমিক মারা যান।

এ ঘটনায় আহত মুহাম্মদ আজিম উদ্দিন আরএকে সাকার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার দুই পা ভেঙে গেছে, হাতে ও মাথাই প্রচুর আঘাত পেয়েছেন তিনি।

জেডএ/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]