আমিরাতে সিআইপিদের বিশেষ সংবর্ধনা


প্রকাশিত: ১১:১৮ পিএম, ২৬ জানুয়ারি ২০১৭

সংযুক্ত অারব অামিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ও দুবাই বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের যৌথ আয়োজনে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ (সিআইপি) ব্যক্তিদের (অনিবাসী বাংলাদেশি) বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে।

দুবাই বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (শ্রম) একেএম মিজানুর রহমানের পরিচালনায় বুধবার (২৫ জানুয়ারি) কনস্যুলেটের কনসাল জেনারেল এস. বদিরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান।

কনস্যুলেটের কনফারেন্স হল রুমে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনাপ্রাপ্ত সিআইপিরা হলেন- মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির, মোহাম্মদ আকতার হোসেইন, আবুল কালাম, ওমর ফারুক, জেসমিন আক্তার ও আলহাজ মোহাম্মদ সেলিম।

রাষ্ট্রদূত বলেন, এবার সিআইপিপ্রাপ্ত ১২ জনের মধ্যে ছয়জন সংযুক্ত আরব আমিরাত থেকে নির্বাচিত হয়ে একটি নজির স্থাপন করেছে। আগামীতে আরও বেশি সিআইপি হওয়ার আশা প্রকাশ করেন রাষ্ট্রদূত।

এ সময় কনস্যুলেটের বিভিন্ন কর্মকর্তাসহ আমিরাতে অবস্থিত প্রবাসী কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]