ইতালিতে গাড়িচাপায় বাংলাদেশি নিহত


প্রকাশিত: ০৯:১৬ এএম, ২৪ জানুয়ারি ২০১৭
প্রতীকী ছবি

ইতালিতে গাড়ির চাপায় এক বিকলঙ্গ বাংলাদেশি নিহত হয়েছে। ওই বাংলাদেশি হুইল চেয়ারে রাস্তা পার হচ্ছিল। হঠাৎ একটি গাড়ি রোম থেকে ইউর দিকে যাওয়ার সময় ধাক্কা লাগে। ধাক্কায় পড়ে গেলে অপর আরেকটি গাড়ি তাকে চাপা দেয়।

এসময় ওই ব্যক্তির হুইল চেয়ারটি অন্যত্রে ছিটকে পড়ায় ঘটনাস্থলে সে মারা যায়। তবে ওই বাংলাদেশির নাম ঠিকানা কিছুই জানা যায়নি। স্থানীয় একটি সংবাদে জানা যায় ট্রাফিক সিগনাল লাল থাকা অবস্থায় ওই বাংলাদেশি রোড পার হবার চেষ্ঠা করলে এ দুর্ঘটনা ঘটে । ২০ জানুয়ারি বিকেলে রোমের ক্রিষ্টফোর কলম্ব নামে একটি রোডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে পুলিশ ঘটনার তদন্ত করেন। এদিকে তুসকোলানা নামক স্থানে বর্ণ’বাদীর আক্রমণে এক বাংলাদেশি চোখ হারায়।   ঘটনাটি ১৬ জানুয়ারি ঘটে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাবেক বাংলাদেশ সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চুসহ প্রবাসী বাংলাদেশিরা।

এমআরএম/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]