ইতালি প্রবাসী লিপি হত্যার প্রতিবাদে মানববন্ধন


প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২২ জানুয়ারি ২০১৭

জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সাতপোয়া গ্রামের আব্দুর রহমানের মেয়ে ও একই উপজেলার ইমান আলীর স্ত্রী লিপি আক্তারকে (৪৫) হত্যার বিচারের দাবিতে ভেনিসে মানববন্ধন করেছে প্রবাসী বাংলাদেশিরা। শনিবার সন্ধ্যায় ভেনিস স্কুল কমিটির উদ্যোগে বাংলা স্কুল চত্বরে এ ঘটনার প্রতিবাদ  জানাতে মানববন্ধন করেন প্রবাসীরা।

মানববন্ধনে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থীসহ অভিভাবকরা অংশ নেন। এ সময় বক্তারা লিপি হত্যার বিচার, আসামিদের গ্রেফতার এবং প্রবাসী বাংলাদেশিদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

স্থানীয় সুত্রে জানা যায়, গৃহবধু লিপি দীর্ঘদিন ধরে ভেনিসের মারগেরায় বসবাস করতেন স্বামী ইমান আলীর সঙ্গে।বড়দিনের ছুটিতে স্ব পরিবারে বাংলাদেশে বেড়াতে আসেন লিপি। গত ১১ জানুয়ারি রাতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নিজ ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়।

ঘটনাটি ফেসবুকের মাধ্যমে জানাজানি হলে ভেনিসে বসবাসরত বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

ওআর/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]