এবারও ইতালিতে সিজনাল ভিসার সুযোগ পাবে না বাংলাদেশিরা


প্রকাশিত: ১২:৩৩ পিএম, ১৯ জানুয়ারি ২০১৭

প্রতি বছরের মত এবারও কৃষি, হোটেল ও পর্যটন খাতে মৌসুমী কাজের জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে সিজনাল ভিসায় ১৭ হাজার শ্রমিক নেবে ইতালি। তবে এশিয়ার অনেক দেশের ক্ষেত্রে কোটা বরাদ্দ থাকলেও বাংলাদেশের জন্য কোন সুযোগ রাখেনি ইতালি সরকার। এ নিয়ে টানা পাঁচ বছর ধরে বাংলাদেশের কোন শ্রমিক সিজনাল ভিসায় ইতালিতে যেতে পারছে না।

জানা গেছে অন্যান্য দেশের শ্রমিকরা ইতালি সরকারের নিয়ম নীতি মেনে কাজ করে। কিন্তু বাংলাদেশিরা নিয়ম নীতির কোনো তোয়াক্কা করে না। ফলে গত কয়েক বছর ধরে বাংলাদেশকে ইতালি সরকার ব্লাকলিস্টে রেখেছে। তাই বাংলাদেশি কোন শ্রমিক সিজনাল ভিসায় যেতে পারেন না। সাধারণ স্পন্সর বন্ধ হওয়ার পর বাংলাদেশিদের জন্য সিজনাল জব ভিসা ছিল ইউরোপে কাজের একমাত্র সুযোগ। নানা অনিয়মের কারণে সেই সুযোগটিও এখন হাতছাড়া। ফলে বর্তমানে বাংলাদেশি শ্রমিকদের ইতালিতে কাজ করার আর কোন সুযোগ নেই।

বিভিন্ন অনিয়মের কারণে ২০১৭ সালের সিজনাল জব ভিসায় আগতদের জন্য নতুন আইন হচ্ছে ইতালিতে। নতুন আইনে যে সব শ্রমিক ২০১৬ সালে ইতালিতে প্রবেশ করে নিজ দেশে ফেরত যায়নি তারা আর আগের মালিকের অধীনে কাজ করতে পারবে না। যারা গত বছর ছয় মাসের চুক্তি শেষে নিজ দেশে কেন ফেরত আসেনি তার ব্যাখা দিতে হবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং শ্রম অফিসে।

অন্যদিকে ইতালিয়ানদের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে তাদের অনেকে বেকার থাকা সত্বেও কেন অন্য দেশের শ্রমিক আনা হচ্ছে?

উল্লেখ্য ইতালিতে সিজনাল জব ভিসার নিয়ম হলো একজন শ্রমিক কৃষি, হোটল ও পর্যটন খাতে ছয় মাস ইতালিতে বৈধভাবে কাজ করতে পারবে। এরপর আইন অনুসারে ওই শ্রমিককে নিজ দেশে চলে আসতে হবে। এই নিয়ম পালন করে কোন শ্রমিক আসা যাওয়ার মধ্যে থাকলে তিনবার পর পূর্ণাঙ্গ বৈধ হওয়ার সুযোগ পায়। আগামী ফেব্রুয়ারি মাসে সিজনাল জব ভিসার গেজেট প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। গেজেট প্রকাশ হলে আবেদন জমার সময় বিস্তারিত নিয়ম জানা যাবে। যে সব দেশের নাগরিকদের সিজনাল ভিসায় ইতালিতে কাজের সুযোগ আছে এরমধ্যে উল্লেখযোগ্য হল আলবেনিয়া, আলজেরিয়া, বসনিয়া-হার্জেগোভিনা, দক্ষিণ কোরিয়া, আইভরি কোস্ট, মিশর, ইথিওপিয়া, মেসিডোনিয়া, সাবেক যুগোস্লাভ প্রজাতন্ত্র, ফিলিপাইন, গাম্বিয়া, ঘানা, জাপান, ভারত, কসোভো, মরক্কো, মরিশাস, মালদোভিয়া, মন্টিনিগ্রো, নাইজার, নাইজেরিয়া, পাকিস্তান, সেনেগাল, সার্বিয়া, শ্রীলঙ্কা, সুদান, ইউক্রেন এবং তিউনেসিয়া।

এদিকে রোমে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এই সমস্যা সমাধানে একাধিক বার কূটনৈতিক আলোচনা সত্বেও গত কয়েক বছরে এর কোন সমাধান হয়নি। ফলে প্রতি বছর ইতালিতে সিজনাল ভিসায় কাজের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন কয়েক হাজার বাংলাদেশি।

এমএমজেড/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]