কাতার প্রবাসী মাসুদের বুকে বাংলাদেশ


প্রকাশিত: ১১:১৫ পিএম, ১৮ জানুয়ারি ২০১৭

‌‘যদি আমরা রাখি ভালো তবেই থাকবে ভালো বাংলাদেশ’ এই স্লোগানের টি শার্ট বুকে ধারণ করেছেন কাতার প্রবাসী রেস্টুরেন্টকর্মী মো. মাসুদ আলম (২৫)। তিনি বাংলাদেশি মালিকানাধীন দোহার নাজমা রমনা রেস্টুরেন্টের একজন কর্মী।

তার বাবার নাম আব্দুল খালেক। বাড়ি লক্ষ্মীপুর জেলার রায়পুর থানায়। পরিবারের আর্থিক অনটন দূর করার স্বপ্ন নিয়ে দুই বছর আগে কাতারে  প্রবাসী জীবন শুরু করেন মাসুদ আলম।

তার হয়তো বড় কোনো পরিচয় নেই, তবে তিনি প্রবাসে থেকেও ভালোবাসেন বাংলাদেশকে। তাইতো বুকে ধারণ করে রেখেছেন তার প্রিয় মাতৃভূমিকে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা ডিউটি করেন মাসুদ আলম।

একটু সময় পেলে টিভি বা অনলাইন নিউজে রাখেন দেশের সব খবরাখবর, স্বপ দেখেন নিজ মাতৃভূমিকে নিয়ে, স্বপ দেখেন কবে হবে আসল সোনার বাংলা, দেশ থেকে হাজার মাইল দূরে থাকলেও বাংলাদেশ থাকে তার হৃদয়ে।

তার সঙ্গে কথা বলে জানা যায়, দুই বছরের প্রবাস জীবনে থেকে পরিবারের আর্থিক অনটন অনেকটা দূর হয়েছে। তবে রেস্টুরেন্টে ব্যস্ততায় সময় দিতে পারলেন না মাসুদ আলম।

বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]