পর্তুগালে নতুন অভিবাসী আইন চলতি মাসেই


প্রকাশিত: ০৫:৫৬ এএম, ০৪ জানুয়ারি ২০১৭

দক্ষিণ-পশ্চিম ইউরোপের দেশ পর্তুগাল। আটলান্টিক মহাসাগরের দীর্ঘ উপকূল জুড়ে পর্তুগালের অবস্থান। ইউরোপে পর্তুগাল বিখ্যাত চমৎকার দীর্ঘ বিচের জন্য, তাই এটিকে সাগর কন্যার দেশও বলা হয়ে থাকে। এছাড়াও উষ্ণ আবহাওয়ার কারণে পর্তুগালে দর্শনার্থীদের ব্যাপক আগমন ঘটে।

প্রাকৃতিক সৌন্দর্যরূপে যেমন সাবলীল পর্তুগাল তেমনি পর্তুগালকে ইউরোপে অভিবাসীদের স্বর্গরাজ্য হিসেবেও আখ্যায়িত করা হয়।

ইউরোপের অন্যান্য দেশে যেখানে অভিবাসীদের বিষয়ে কঠোর নীতি অনুসরণ করে সেখানে পর্তুগাল অবৈধ অভিবাসীদের জন্য সহজতম শর্তে বৈধ করণের প্রক্রিয়া চালু রেখেছে।

তবে ২০১৬ সালের শুরুর দিকে ইউরোপের বিভিন্ন শহরে সন্ত্রাসী হামলার জের ধরে ইইউ সন্ত্রাসবাদ মোকাবেলায় সতর্ক অবস্থানে যায়। ইইউ`র চাপে পর্তুগালের অভিবাসন প্রক্রিয়া দিন দিন কঠিন হতে শুরু করে। এরই মধ্যে গত মার্চে ব্রাসেলস হামলার পর থেকে পর্তুগিজ স্যোসাল সিকিউরিটি নম্বর প্রদান করা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

গত এক বছর ধরে চলতে থাকা এমন অচল অবস্থা নিয়ে কথা হয় পর্তুগালে অভিবাসীদের নানান সমস্যার সমাধান করে ব্যাপক প্রসংশিত অ্যাডভোকেট রুট আলগারভিও`র সঙ্গে।

অভিবাসন আইন ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে জাগো নিউজকে রুট আলগারভিও বলেন, বর্তমান অভিবাসন আইনের ৮৮-২ ধারা মোতাবেক প্রবেশের বৈধ কাগজ থাকলে পর্তুগিজ রেসিডেন্স পাওয়া সম্ভব।

তিনি বলেন, যদিও বিগত এক বছরে অভিবাসীদের সর্বোচ্চ সংখ্যক আবেদনের ফলে সেফ (Sef) কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে রেসিডেন্স প্রদান ও নতুন এপয়নমেন্ট দিতে হিমসিম খাচ্ছে। তাই ছয় থেকে আট মাসের প্রক্রিয়াটি অনেক ক্ষেত্রে চৌদ্দ থেকে আঠারো মাসও লেগে যাচ্ছে।

এছাড়াও সেনজেন এরিয়ার বাইরে ব্রিটেন ও রোমানিয়ান রেসিডেন্স কার্ডের মেয়াদ থাকা অবস্থায় যারা পর্তুগালে প্রবেশ করেছেন, বর্তমানে সেফ(Sef) তাদেরকেও রেসিডেন্স প্রদান করছে।

আর যাদের পর্তুগালে প্রবেশের বৈধ কাগজপত্রাদি নেই তারা ১২ মাস ট্যাক্স প্রদান করার পর অভিবাসন আইন ১২৩ ধারায় সেফ(Sef) বরাবর আবেদন করতে পারবেন। কিন্তু দুঃখের বিষয় সেফ(Sef) তাদেরকে বৈধ করার ব্যাপারে সুদৃষ্টি দিচ্ছে না। ইতিমধ্যে অনেকেই এ ধারায় আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছেন।

দীর্ঘদিন ধরে রেসিডেন্স কার্ড ইস্যু না হওয়ার কারণ জানতে চাওয়া হলে রুট বলেন, নির্ধারিত সময় অতিক্রম হওয়ার পরও কার্ড ইস্যু না করার কারণ হিসেবে সেফ(Sef) থেকে বৈধভাবে পর্তুগালে প্রবেশের কাগজপত্রাদি নতুন করে চাওয়া হচ্ছে। এব্যাপারে তিনি যারা এখনো কার্ড ডেলিভারি পাননি তাদেরকে কাজের কন্টাক্ট ঠিক রেখে ট্যাক্স চালিয়ে যাওয়ার উপদেশ দেন। তিনি বলেন, ট্যাক্স প্রদান নিয়মিত না রাখলে বিষয়টিকে আরো জটিল করে তুলবে।

পরে নতুন অভিবাসন আইন সম্পর্কে জানতে চাইলে রুট বলেন, ডিসেম্বরে পর্তুগিজ পার্লামেন্টে অভিবাসন আইনের পরিবর্তন এনে পাশ করার কথা এখনও এ বিষয়ে বিল সংসদে উত্থাপিত হয়নি। তবে এ মাসেই বিলটি পাশ হবে বলে জানান তিনি। তবে সংশোধিত নতুন আইনে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের জন্য ভালো কোনও সুখবর থাকার সম্ভবনা নেই বলেও জানান তিনি।

এমএমজেড/আরআইপি

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]