স্বর্ণে লেখা ৬শ বছরের কোরআন মালয়েশিয়ায়


প্রকাশিত: ০৯:০৬ এএম, ০৩ জানুয়ারি ২০১৭

৬শ’ বছর আগের স্বর্ণে লেখা পবিত্র কোরআন শরিফ এখন মালয়েশিয়ায়। চীনের মিং (ডাইনেস্টি) সম্প্রদায়ের অধীনে থাকা স্বর্ণের লেখা ওই পবিত্র কোরআন শরিফ এখন মালয়েশিয়ার নাগরিক হামিদী হাজি মোহাম্মদ দাহলানের হেফাজতে রয়েছে।

দীর্ঘ এক মাস চেষ্টা চালিয়ে মালয়েশিয়ার নাগরিক মোহাম্মদ আলী বিন আব্দুল ওয়াহিদ ও প্রবাসী বাংলাদেশি ডা. মিজানুর রহমানের সহায়তায় মঙ্গলবার দাহলানের সঙ্গে সাক্ষাৎ হয় এ প্রতিবেদকের।

তিনি জানান, মৃত্যুর দুদিন আগে কুটা এডম নামের এক চাইনিজ ২০০৫ সালে হাতের লেখা এ কোরআন শরিফ তাকে উপহার দেন। পবিত্র এই গ্রন্থ উপহার পেয়ে তিনি তা নিয়ে যান ইউকে এম ইউনিভার্সিটির গবেষণাগারে।

ইউনিভার্সিটির গবেষকরা অনেক পরীক্ষা-নিরীক্ষার পর কোরআন শরিফের হাদিয়া নির্ধারণ করেন ১.৫ মিলিয়ন ইউএস ডলার। ওই দিনই স্বর্ণের লেখা কোরআন শরিফ নিয়ে দেশটির টিভি তিগাতে একটি সচিত্র প্রতিবেদন করা হয়, যা ইউটিউবে (Al-Quran Emas / Gold Plated Quran ) ক্লিক করলেই লিংটি দেখা যাবে।

দাহলান আবেগাপ্লুত হয়ে বলেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া আমি এক নগণ্য ব্যক্তি আল্লাহর কালাম পবিত্র কোরআন শরিফখানা বুকে লালন করছি। পবিত্র কোরআনের হেফাজত করে যেন আমার মৃত্যু হয়। আমার আর চাওয়া পাওয়ার কিছু নেই।

এমএমজেড/জেআইএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]