বাহরাইনে কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের জাকারিয়া


প্রকাশিত: ১১:০৬ এএম, ০২ ডিসেম্বর ২০১৬

বাহরাইনে শেখ জুনাইদ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশের হাফেজ জাকারিয়া।

গতকাল বৃহস্পতিবার বাহরাইনের জাতীয় মসজিদ আল-ফাতেহে অনুষ্ঠিত হয় বিশ্ব কুরআন প্রতিযোগিতা। এতে বিশ্বের ৬০টি দেশ অংশগ্রহণ করে।  

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশসহ বিশ্ব বরেণ্য ওলামা মাশায়েখ ও বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। প্রথম স্থান অর্জনকারী হাফেজ জাকারিয়াকে ২০ লাখ টাকা পুরস্কার দেয়া হয়।

হাফেজ জাকারিয়াকে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা দেয়ার জন্য বাহরাইন প্রবাসীদের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ করা হয়েছে।

জেএইচ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]