মালয়েশিয়ায় সেতু ধসে ২ বাংলাদেশিসহ আহত ৫, নিহত ১


প্রকাশিত: ০৩:০৫ পিএম, ০১ ডিসেম্বর ২০১৬

মালয়েশিয়ায় একটি নির্মাণাধীন সেতু ধসে ভিয়েতনামের এক শ্রমিক নিহত হয়েছেন। দুজন বাংলাদেশি শ্রমিকসহ আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বৃহস্পতিবার দুপুরের দিকে রাজধানী কুয়ালালামপুরে নির্মাণাধীন ৭০ মিটার লম্বা একটি সেতু ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। খবর দ্য স্টারের।

আহতদের উদ্ধার করে কুয়ালালামপুরের ইউনিভার্সিটি মালায়া মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

ব্রিকফিল্ডস পুলিশের সহকারী কমিশনার শারুল ওতমান মানসুর এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধসে পড়া সেতুটির প্রায় ৮০ ভাগ কাজ সম্পন্ন হয়েছিল। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র দুর্ঘটাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

এদিকে ধ্বংসস্তূপের নিচে এখনো এক বাংলাদেশি শ্রমিক আটকা রয়েছেন বলে জানা গেছে।

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এসএইচএস/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]